জানতে চাইলে দীঘি বলেন, ‘ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ–আলোচনা চলছিল। শুরুতে কাজটা করা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। নিজেকে অন্য রকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল। ভাবলাম, জীবনে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। তাই রাজি হয়েছি।’
দীঘি জানান, এ ধরনের গল্পে কিন্তু আমাদের এখানে কাজ খুব একটা হয় না। গল্প সম্পর্কে কিছু বলা বারণ আছে, তাই আমি কিছুই জানাতে পারছি না। আমি এখন চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছি।
শিশুশিল্পী দীঘি নায়িকা হিসেবে প্রথম বড় পর্দায় দেখা দেন ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায়। প্রথম সিনেমায় তাঁর নায়ক ছিলেন আসিফ ইমরোজ। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে আরেকটি চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে, যে ছবিতে তাঁর নায়ক শান্ত খান। বড় পর্দায় অভিষেক হওয়া দীঘিকে একাধিক ওয়েব ফিল্মেও দেখা গেছে।
এদিকে কিছুদিন আগে দীঘি শেষ করেছেন ‘জীবন জুয়া’ নামে একটি অ্যানথোলজি চলচ্চিত্রের কাজ। ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপক্ষায় আছে দীঘি অভিনীত চলচ্চিত্র ‘মুজিব’।
অর্থসংবাদ/এমআই