বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বড় ব্যবধানে বাড়ানোর পর গত বৃহস্পতিবারই দেশটির মুদ্রার লিরার দাম ৭ শতাংশ বাড়ে। কেন্দ্রীয় ব্যাংকের সুদহার এখন ২৫ শতাংশ। একবারেই সুদহার বাড়ানো হয়েছে ৭৫০ শতাংশীয় পয়েন্ট। এই বৃদ্ধি যা প্রত্যাশা করা হয়েছিল, তার তিন গুণ বেশি।
তুরস্কের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে তাঁরা আরও দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছেন। এর প্রথমটি হলো, আগামী মাসে একটি ব্যাপকভিত্তিক অর্থনৈতিক কর্মসূচি প্রকাশ, যা অনিশ্চয়তা কমাবে। অন্যটি হলো, বিদেশে গিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করা।
অর্থমন্ত্রী মেহমেত সিমসেক আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে গোল্ডম্যান স্যাকসের সদর দপ্তরে একটি বিনিয়োগ রোডশো করবেন। এর মাধ্যমে বেশ কয়েকটি বিনিয়োগ রোডশো নিয়ে পরিকল্পিত একটি কর্মসূচি শুরু হবে।
বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা সহজ হবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত পাঁচ বছরে যে অপ্রচলিত এবং কোনো কোনো ক্ষেত্রে অস্থির নীতি অনুসরণ করছিলেন, তার ফলে বিনিয়োগকারীরা তুরস্ক ত্যাগ করেন। এরদোয়ানের নীতির মধ্যে ছিল, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সুদের হার কমানো।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                