পাল্টে গেল তুরস্কের মুদ্রানীতি, বেড়েছে সুদের হার

পাল্টে গেল তুরস্কের মুদ্রানীতি, বেড়েছে সুদের হার
মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে পৃথিবীর বেশির ভাগ দেশ যখন সুদের হার বাড়িয়ে চলছিল, তুরস্ক তখন সুদের হার কমিয়েছে। ফলাফল হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা তুরস্ক ছেড়েছে। বিনিয়োগকারীরা বলছেন, প্রথাগত মুদ্রানীতি চালু থাকলে তাঁরা আবার হয়তো তুরস্কে ফিরবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বড় ব্যবধানে বাড়ানোর পর গত বৃহস্পতিবারই দেশটির মুদ্রার লিরার দাম ৭ শতাংশ বাড়ে। কেন্দ্রীয় ব্যাংকের সুদহার এখন ২৫ শতাংশ। একবারেই সুদহার বাড়ানো হয়েছে ৭৫০ শতাংশীয় পয়েন্ট। এই বৃদ্ধি যা প্রত্যাশা করা হয়েছিল, তার তিন গুণ বেশি।

তুরস্কের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে তাঁরা আরও দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছেন। এর প্রথমটি হলো, আগামী মাসে একটি ব্যাপকভিত্তিক অর্থনৈতিক কর্মসূচি প্রকাশ, যা অনিশ্চয়তা কমাবে। অন্যটি হলো, বিদেশে গিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করা।

অর্থমন্ত্রী মেহমেত সিমসেক আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে গোল্ডম্যান স্যাকসের সদর দপ্তরে একটি বিনিয়োগ রোডশো করবেন। এর মাধ্যমে বেশ কয়েকটি বিনিয়োগ রোডশো নিয়ে পরিকল্পিত একটি কর্মসূচি শুরু হবে।

বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা সহজ হবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত পাঁচ বছরে যে অপ্রচলিত এবং কোনো কোনো ক্ষেত্রে অস্থির নীতি অনুসরণ করছিলেন, তার ফলে বিনিয়োগকারীরা তুরস্ক ত্যাগ করেন। এরদোয়ানের নীতির মধ্যে ছিল, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সুদের হার কমানো।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না