স্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন সোহান

স্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন সোহান
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ( ১৩ আগস্ট ) সন্ধ্যা সাতটার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তিনি মারা যান। এদিন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোহানুর রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এর ঠিক আগের দিন (মঙ্গলবার) স্ট্রোক করে মারা যান তার স্ত্রী। স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে মারা গেলেন সোহানুর রহমান।

সোহানুর রহমান তার চলচ্চিত্র পরিচালনায় তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘‌বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। সিনেমায় সোহানুর রহমান নিজস্ব ধারা নিয়ে এসেছিলেন। বাংলাদেশী সিনেমায় রোমান্সে তার অবদান রয়েছে। সোহানুর রহমান সোহান পরিচালিত জনপ্রিয়তম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমি ও সালমান শাহ। এরপর নির্মাণ করেন আখেরি রাস্তা, বিদ্রোজী কন্যা, স্বজন, অন্তত ভালোবাসা। এর মধ্যে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক হয় শাকিব খানের।

খ্যাতিমান এ পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা শোক জানাতে শুরু করেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে