আরব আমিরাত ও সার্বিয়ার বাণিজ্য চুক্তি

আরব আমিরাত ও সার্বিয়ার বাণিজ্য চুক্তি
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহ বাড়ানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ও সার্বিয়া ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দুবাইয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রথম দফায় আলোচনা হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। দ্য ন্যাশনাল নিউজ।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের মধ্যে এ পদক্ষেপ আসে। মন্ত্রণালয় জানায়, চলতি বছরের প্রথমার্ধে দুই দেশের দ্বিপক্ষীয় তেলবহির্ভূত বাণিজ্য ৫ কোটি ৭৬ লাখ ডলারে পৌঁছেছে, যা ২০২০ সালের রেকর্ডকৃত মোট পরিমাণকে ছাড়িয়ে গেছে।

সংযুক্ত আরব আমিরাত এখন মধ্যপ্রাচ্যে সার্বিয়ান রফতানি পণ্যের তৃতীয় বৃহৎ গন্তব্য। এছাড়া দেশটিতে কৃষি, খাদ্যনিরাপত্তা, রিয়েল এস্টেট, অবকাঠামোর মতো খাতগুলোয় প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আসে।

সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ড. থানি আল জাইউদি বলেন, সার্বিয়া ইউরোপের একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশ এবং একটি উদীয়মান অর্থনীতি। যার বলকান ও পূর্ব ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ বাজারের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বাজারে সার্বিয়ার প্রবেশপথ হিসেবে কাজ করতে পারে। সেপা শুধু এ বৈশ্বিক সাপ্লাই চেইনগুলোয় প্রবেশ উন্নত করবে না, আমাদের বেসরকারি খাতগুলোকে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে এবং নতুন বিনিয়োগের সুযোগগুলো খুঁজতে পারবে।

সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে এবং দেশটির অর্থনীতিকে বৈচিত্র্য আনার লক্ষ্যে সেপার ২৬টি চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না