নভেম্বরে মুখোমুখি হচ্ছেন বাইডেন-জিনপিং

নভেম্বরে মুখোমুখি হচ্ছেন বাইডেন-জিনপিং
বিশ্বের দুই প্রভাবশালী দেশ চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শিগগিরই দেখা হতে পারে। আগামী নভেম্বরে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক সম্মেলনে দুই পরাশক্তি দেশের প্রেসিডেন্টের দেখা হওয়ার সম্ভবনা রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন নিজেই এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের বলেন, অ্যাপেক সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার সঙ্গে বৈঠক হবে কিনা তা নির্ধারণ হয়নি।

তবে বৈঠকের বিষয়ে বেইজিং কিংবা ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের টানাপোড়েন চলে আসছে। বিভিন্ন ইস্যুতে মতানৈক্য রয়েছে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশ দুটির।

তবে সম্প্রতি মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে চায় যুক্তরাষ্ট্র। এর পরই শি জিন পিংয়ের সঙ্গে বাইডেনের সম্ভাব্য বৈঠকের বিষয়টি সামনে এলো।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া