ট্রাম্পকে নিন্দা জানালো বাইডেন

ট্রাম্পকে নিন্দা জানালো বাইডেন
ফিলিস্তিন ও লেবাননে চলমান ইসরায়েলি অভিযান প্রসঙ্গে কথা বলতে গিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে স্মার্ট বলে মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফ্রি মালয়েশিয়া টুডের খবর জানায়, ট্রাম্পের সমালোচনা করেছে হোয়াইট হাউসও। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেছেন, ট্রাম্পের মন্তব্য বিপজ্জনক এবং বেফাঁস।

এ ঘটনায় ট্রাম্পের প্রতি অনাস্থা প্রকাশ করেছে ইসরায়েলও। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কার্হি এক টেলিভিশন সাক্ষাত্কারে বলেছেন, ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। এটি লজ্জাজনক যে, একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি জনগণের চেতনায় আঘাত করার মতো মন্তব্য করেন।

রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। দেশটির যেকোনো সরকারই ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দৃঢ় এবং অটুট। যারা সন্ত্রাসবিরোধী, আমরা সবসময়ই তাদের পৃষ্ঠপোষকতা করি।

ঘটনার পর ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে হিজবুল্লাহ প্রসঙ্গে করা মন্তব্য নিয়ে কিছু না বললেও, তিনি বলেছেন— ইসরায়েলের ট্রাম্পের চেয়ে ভালো ও বিশ্বস্ত আর কোনো বন্ধু নেই।

বিবৃতিতে বাইডেনের নেতৃত্বের সমালোচনাও করেন ট্রাম্প। এমনকি ফিলিস্তিনে চলমান সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহতের ঘটনার জন্যও বাইডেনের ভূমিকাকে দায়ী করেন তিনি। বলেন, বাইডেনের দুর্বলতা এবং অযোগ্যতার ফলেই বিশ্বজুড়ে আমাদের শত্রুরা ক্ষমতায়িত হচ্ছে, এবং এ কারণেই ইসরায়েলে অনেক অপ্রয়োজনীয় প্রাণনাশের ঘটনা ঘটেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া