আতিফ আসলাম এমন এক সময়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সহায়তা করলেন যখন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ মরলেও বিশ্বের অধিকাংশ তারকা মুখে কুলুপ এঁটে বসে আছেন।
অসহায় গাজাবাসীর জন্য এই সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান। এক এক্সবার্তায় সংস্থাটি জানিয়েছে, এই কঠিন সময়ে গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য দেড় কোটি পাকিস্তানি রুপি সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি প্রতি গভীর কৃতজ্ঞতা।
এর আগে গত সপ্তাহে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন পাকিস্তানি এই সংগীতশিল্পী। তিনি বলেছিলেন, ফিলিস্তিনে নিরপরাধ মানুষের প্রাণহানিতে আমি শোক প্রকাশ করছি। আসুন এই কঠিন সময়ে একসঙ্গে তাদের পাশে দাঁড়াই। শান্তির জন্য দোয়া করি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলার পাশাপাশি সেখানে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে গাজায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত এবং ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এ ছাড়া অবরোধের কারণে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে সেখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।
অর্থসংবাদ/এমআই