আজারবাইজানের প্রশাসন জানিয়েছে, ককেশাস পর্বতের দক্ষিণে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জা আর্মেনিয়ার শেলিংয়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নিয়ে আজারবাইজানের দ্বিতীয় শহর আর্মেনিয়ার বোমা ও গোলাবর্ষণে বিধ্বস্ত হলো। এরিমধ্যে ২৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন৷
রোববার আজারবাইজান তাদের দ্বিতীয় বৃহৎ শহর গ্যাঞ্জেতে আর্মেনিয়ার সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে৷ পাশপাশি নাগর্নো-কারাবাখ এর সীমান্তবর্তী তাদের আরো দুটি শহরে গোলা বর্ষণের অভিযোগ করেছেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী৷ এতে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
আজারবাইজানের এই দাবি অস্বীকার করেছে আর্মেনিয়া৷ তবে নাগর্নো-কারাবাখে তাদের সমর্থিত আর্মেনিয়ানদের প্রধান আরাইক হারুতিউনইয়ান গ্যাঞ্জেতে একটি বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছেন৷ আজারবাইজানের সামরিক বাহিনী নাগর্নো-কারাবাখ এর প্রধান শহর স্টেপানকিয়ার্টে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে পালটা অভিযোগ করেন তিনি৷
এর আগে বিতর্কিত অঞ্চলটির একটি শহর ও সাতটি গ্রাম দখলে নেওয়ার দাবি করে আজারবাইজন৷ অন্যদিকে নাগর্নো-কারাবাখে বসবাসরত আর্মেনিয়দের সুরক্ষায় সব ধরনের উপায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে আর্মেনিয়া৷ আজারবাইজানের তিনটি বিমান ভূপাতিত করার দাবিও করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুশান স্টেপানিয়ান, যদিও এই তথ্য অস্বীকার করেছে বাকু৷