বায়ুদূষণে নয়াদিল্লিতে স্কুল বন্ধের ঘোষণা

বায়ুদূষণে নয়াদিল্লিতে স্কুল বন্ধের ঘোষণা

বিশ্বে বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় একদম শীর্ষে রয়েছে নয়াদিল্লি। ভারতের রাজধানীর এ দূষণ এখন দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে আগামীকাল শনিবার (৪ নভেম্বর) থেকে দুই দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। খবর রয়টার্স।


বায়ুদূষণের তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) প্রকাশিত সূচকে দেখা যায়, নয়াদিল্লি বায়ুদূষণে দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে।


রয়টার্সের খবরে বলা হয়েছে, শীত শুরু হতে না হতেই শহরটির বায়ুমানে চরম অবনতি ঘটেছে। এতে দুই কোটি বাসিন্দা বিভিন্ন স্বাস্থ্যজনিত রোগে আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন। মূলত ঠাণ্ডার পাশাপাশি নির্মাণকাজের ভারী ধুলা, যানবাহনের কার্বন নিঃসরণ ও প্রতিবেশী রাজ্যগুলোর খড় পোড়ানোর ধোঁয়ায় দিল্লির বায়ুমান বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


শহরের স্থানীয় বাসিন্দারা চোখ জ্বালা-পোড়া ও গলায় চুলকানির কথা জানিয়েছেন। একিউআইয়ের বিভিন্ন বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। তাদের তথ্য মতে, শহরের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ ছিল ৪৮০ পয়েন্ট।


একিউআই অনুযায়ী, বস্তুকণা ০-৫০ পয়েন্ট পর্যন্ত থাকলে বাতাসের মান ‘ভালো’ বলে গণ্য করা হয়। ৪০০-৫০০ পয়েন্ট রেকর্ড করার অর্থ হচ্ছে দিল্লির বায়ুদূষণ এখন বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। যার ফলে শহরটির সুস্থ বাসিন্দারাও বিভিন্ন রোগে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে।


সুইস গ্রুপ আইকিউএয়ারের তথ্য মতেও এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে নয়াদিল্লি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া