উইলমারের সব শেয়ার ছেড়ে দিচ্ছে আদানি গ্রুপ

উইলমারের সব শেয়ার ছেড়ে দিচ্ছে আদানি গ্রুপ
আদানি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আদানি উইলমার লিমিটেডের সব শেয়ার বিক্রি করে দেবে গৌতম আদানি। কোম্পানিটিতে আদানি গ্রুপের শেয়ারের পরিমাণ প্রায় ৪৩ দশমিক ০৯ শতাংশ। আলোচ্য শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য আদানি গ্রুপ ইতোমধ্যে একাধিক বহুজাতিক ভোগ্যপণ্য কোম্পানির সঙ্গে আলোচনা করছে।

ইকোনমিক টাইমসের সংবাদে এ তথ্য জানা গেছে।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র ইকোনমিক টাইমসকে জানিয়েছে, চলতি মাসেই এই বেচাকেনার চুক্তি হয়ে যেতে পারে। আদানি উইলমার ফরচুন ভোজ্যতেল উৎপাদন করে।

এই কোম্পানিতে আদানি গ্রুপর সঙ্গে আছে সিঙ্গাপুরভিত্তিক উইলমার ইন্টারন্যাশনাল। তাদের শেয়ারও সমপরিমাণ-৪৩ দশমিক ৯৭ শতাংশ। আদানি গ্রুপ ২৫০ থেকে ৩০০ কোটি ডলারে নিজেদের শেয়ার বিক্রি করে দেওয়ার আশা করছে।
এ বিষয়ে আদানি গ্রুপ ও আদানি উইলমারকে ই-মেইল পাঠিয়েও জবাব পায়নি ইকোনমিক টাইমস।

গত মে মাস থেকে আদানি উইলমার কোম্পানির শেয়ারের দাম কমছে। মে মাসে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৪৮৮ রুপি; গত শুক্রবার তা ৩১৭ রুপিতে নেমে এসেছে। ফলে কোম্পানিটির বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৪৯৬ কোটি ডলারে।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত আদানি গ্রুপর এক নির্বাহী ইকোনমিক টাইমসকে বলেছেন, আদানি গ্রুপ এখন আরও বেশি মূল ব্যবসায় (অবকাঠামো) মনোযোগ দিতে চায়; সে কারণে অন্যান্য কিছু ব্যবসা থেকে বেরিয়ে আসতে চায় তারা। তার অংশ হিসেবে আদানি উইলমারের শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত। এই শেয়ার বিক্রির অর্থ ঋণ পরিশোধে নয়, বরং গ্রুপর অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন সেই নির্বাহী।

ভারতের ভোগ্যপণ্যের বাজারে অন্যতম বৃহৎ অংশীদার হচ্ছে আদানি উইলমার। গত অর্থবছরে এই কোম্পানি ৫৫ হাজার ২৬২ কোটি রুপি রাজস্ব আয় করে মুনাফা করে ৬০৭ কোটি রুপি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া