জাপানের অর্থ মন্ত্রণালয় বাজারে ১৭১ ট্রিলিয়ন ইয়েনের (১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার) ঋণ ইস্যু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে ২০ বছর মেয়াদি বন্ড ও ছোট নোট কমানোর সঙ্গে পরিকল্পিতভাবে টানা চতুর্থ বছরে ঋণপত্র বিক্রি কমতে যাচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যানুসারে, সাধারণ সরকারি ঋণ কমানোর চেষ্টা করছে জাপান, যা দেশটির অর্থনীতির ২৫৫ শতাংশের সমান। ২০২০ সালে কভিড মহামারী চলাকালে বন্ড বিক্রির উল্লম্ফন দেখা যায়। পরের বছরগুলোয় বিক্রি কমিয়ে দেয় দেশটির সরকার। আগামী আর্থিক বছরের পরিকল্পিত ইস্যু ২০২০ সালের পূর্বের স্তরের ওপরে রয়েছে।
ধারণা করা হচ্ছে, আগামী বছর নেতিবাচক সুদের হার নীতি থেকে বেরিয়ে আসবে ব্যাংক অব জাপান। এতে সুদের হার বৃদ্ধির প্রত্যাশায় বন্ডের চাহিদার ওপর চাপ বাড়াবেন বিনিয়োগকারীরা।
এমআই