মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকির কথা উল্লেখ করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টো সম্পদে লেনদেন এবং লেনদেন করার ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করে সিবিএন।
পরবর্তী সময়ে গত বছরের মে মাসে নাইজেরিয়ার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ডিজিটাল সম্পদের জন্য একটি প্রবিধান প্রকাশ করে। ওই প্রবিধানে ইঙ্গিত পাওয়া যায়, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি ক্রিপ্টো সম্পদের ওপর সরাসরি নিষেধাজ্ঞা ও তাদের অনিয়ন্ত্রিত ব্যবহারের মধ্যে একটি মধ্যবর্তী স্থান খুঁজে বের করার চেষ্টা করছে।
সর্বশেষ নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে অ্যাকাউন্ট খুলবে, কীভাবে সেটেলমেন্ট অ্যাকাউন্ট ও সেটেলমেন্ট সেবা প্রদান করবে, কীভাবে ক্রিপ্টো সম্পদে লেনদেনকারী সংস্থাগুলোর জন্য বিদেশী মুদ্রা প্রবাহ এবং বাণিজ্যের চ্যানেল হিসেবে কাজ করবে। ক্রিপ্টো ব্যবসায় জড়িত হতে হলে ভিএএসপিকে নাইজেরিয়ান এসইসি থেকে লাইসেন্স করতে হবে।
নিউইয়র্কভিত্তিক ব্লকচেইন গবেষণা সংস্থা চেইন্যালাইসিস সেপ্টেম্বরের একটি প্রতিবেদনে বলেছে, নাইজেরিয়ায় বছরওয়ারি ক্রিপ্টো লেনদেনের পরিমাণ ৯ শতাংশ বেড়েছে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ৬৭০ কোটি ডলার।
এমআই