জানা গেছে, ৮, ১০ ও ১২ নভেম্বর তারা খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও অন্য কর্মচারীদের করোনো পরীক্ষা করে ক্যাম্পে ওঠাবে। প্রথম ধাপে তারা নিরাপত্তাকর্মী, বলবয়, বাবুর্চি ও ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ পরীক্ষা করাবে।
১৫ নভেম্বরের আগেই ক্লাবের নতুন বিদেশি কোচ বেলজিয়ামের পল পট এবং নতুন চার বিদেশি নাইজেরিয়ার এমানুয়েল, কেনেথ, জন ওকোলি ও উজবেকিস্তানের সিরোজুদ্দিন চলে আসার কথা।
সাইফ স্পোর্টিং ক্লাব এবার বিদেশি ফুটবলার সব পাল্টে নতুন চারজনকে দলভূক্ত করতে যাচ্ছে। তবে ক্লাবটিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের আগ পর্যন্ত খেলতে হবে জামাল ভূঁইয়াকে ছাড়া।
ক্লাবের অধিনায়ক ২০ নভেম্বর চলে যাচ্ছেন কলকাতায়। কলকাতা মোহামেডানের সঙ্গে ৫ মাসের চুক্তি হয়েছে তার। এপ্রিলের মাঝামাঝিতে আবার সাইফ স্পোর্টিংয়ে ফিরবেন তিনি।
অর্থসংবাদ/এসআর