প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে রফতানি খাত থেকে ইউএই সব মিলিয়ে ৬৫ হাজার ৮৩০ কোটি দিরহাম (স্থানীয় মুদ্রা) বা ১৭ হাজার ৯২০ কোটি ডলার আয় করেছে। এর মধ্যে স্বর্ণ রফতানি বাবদ দেশটির রফতানিকারকদের আয় দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ কোটি দিরহাম বা ২ হাজার ৮৩০ কোটি ডলারে। এ সময় দেশটির মোট রফতানি আয়ের ১৫ দশমিক ৭ শতাংশ এসেছে স্বর্ণ থেকে। বছরের প্রথম ছয় মাসে জ্বালানি তেলবহির্ভূত অন্য কোনো পণ্য থেকে এত বেশি রফতানি আয় করেনি ইউএই।
চলতি বছরের প্রথম ছয় মাসে ইউএই থেকে যথাক্রমে চীন, সৌদি আরব, ভারত, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি রফতানি হয়েছে। আর্থিকমূল্যে এর পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৪০০ কোটি দিরহাম বা ৬ হাজার ৬৪০ কোটি ডলারে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ইউএইর রফতানি আয়ের ৩৭ দশমিক ১ শতাংশ এ পাঁচটি দেশ সম্মিলিতভাবে জোগান দিয়েছে।
অর্থসংবাদ/ এমএস/১৯:৪/১১:১৬:২০২০