চট্টগ্রামের ঐতিহাসিক স্থানে চলছে ‘ভালোবাসা প্রীতিলতা’র শুটিং

চট্টগ্রামের ঐতিহাসিক স্থানে চলছে ‘ভালোবাসা প্রীতিলতা’র শুটিং
ব্রিটিশদের শাসন থেকে স্বদেশের স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’।২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ; প্রযোজনা করছেন রিফাত মোস্তফা।

গত ২৮ নভেম্বর শুরু হয় ছবির তৃতীয় লটের কাজ। শুটিং চলছে চট্টগ্রাম যুব বিদ্রোহের ঐতিহাসিক স্থানগুলোতে। স্থান নির্বাচন করা হয়েছে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব ও পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় এছাড়া নগরের বিভিন্ন ঐতিহাসিক স্থান ।

নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘আমরা ঐতিহাসিক স্থানগুলোতে আমাদের শুটিং পরিচালনা করছি। যে গ্রামগুলোতে বিপ্লবীরা ত্রিশের দশকে তাদের লড়াই পরিচালনা করেছেন সেসব গ্রামে শুটিং করছি। এরই মধ্যে পাহাড়তলীতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাবে হামলার দৃশ্য ধারণ শেষ হয়েছে। ঐতিহাসিক ধলঘাট যুদ্ধের দৃশ্য ধারণের কাজ চলছে। আমরা চাই নতুন প্রজন্মের কাছে এ চলচ্চিত্র ইতিহাসের দলিল হয়ে থাকুক। তাই মেধা ও সৃজনশীলতা দিয়ে কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করছি।

চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রিফাত মোস্তফা বলেন, চট্টগ্রামের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ছিল বহু আগেই এ ধরনের একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া। উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতার জীবন ও সংগ্রাম নিয়ে ছোটবেলা থেকেই গল্প শুনতে শুনতে বড় হয়েছি। অনেক দেরিতে হলেও চলচ্চিত্রটি নির্মাণ শুরু করেছি। আমি মনে করি, চট্টগ্রামের সব মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসা উচিত।

ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। প্রীতিলতার বাবার চরিত্রে নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা। কিশোরী প্রীতিলতার চরিত্রে মৃন্ময়ী রূপকথা। সূর্য সেন চরিত্রে কামরুজ্জামান তাপু, কল্পনা দত্তের ভূমিকায় ইন্দ্রানী ঘটক। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথী।

এ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ভালোবাসা প্রীতিলতা চলচ্চিত্রে লোগো এঁকেছেন শিল্পী মামুন হোসাইন। শিল্প নির্দেশনায় রয়েছেন মুজিবুল হক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে