ম্যানুফ্যাকচারিং খাত, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতো উদ্ভাবনী খাতকে সহায়তায় এ অর্থ দেয়া হবে।
স্তেফকা স্লাভোভা নামে বিশ্বব্যাংকের এক শীর্ষ অর্থনীতিবিদ জানান, তুরস্কের এমএসই খাতকে সহায়তায় এ অর্থায়ন, যা দরিদ্র বা প্রায়-দরিদ্র খানাগুলোকে সহায়তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুরস্কের ম্যানুফ্যাকচারিং খাতের ৪০ শতাংশ কর্মসংস্থান এ অংশ থেকে আসছে। এছাড়া এ প্রকল্পের মাধ্যমে নারী মালিকানাধীন কোম্পানিগুলোর প্রতিও বিশেষ নজর দেয়া হবে।