ক্যাপিটল হিলে বাইডেন-কমলা

ক্যাপিটল হিলে বাইডেন-কমলা
শপথ নিতে ক্যাপিটল হিলে পৌঁছেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাতটায় তারা ক্যাপিটল হিলে পৌঁছান। এসময় সঙ্গে ছিলেন বাইডেনের স্ত্রী জিল বাইডেন এবং কমলার স্বামী ডগ এমহফ।

এর আগে মেয়াদ শেষ হওয়ায় হোয়াইট হাউজ ছেড়ে গেলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মিশেল ওবামা পৌঁছেছেন। উপস্থিত রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনও।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ক্যারেন পেন্স অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ক্যাপিটল হিলে উপস্থিত হয়েছেন।

বাইডেন-হ্যারিসের অর্ন্তবর্তী টিম এক বিবৃতিতে জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রথম দিনের পদক্ষেপ হচ্ছে, কর্মীদের কোভিড-১৯ থেকে রক্ষার জন্য নির্বাহি আদেশে স্বাক্ষর করা। এর মধ্যে রয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মী ও কন্ট্রাক্টরদের মাস্ক পরার, সিডিসির গাইডলাইন অনুসরণের নির্দেশ দেওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, তারা সেইসব আমেরিকানদের ত্রাণ সরবরাহ করবেন যারা বিনাদোষে চাকরি ও কর্মঘণ্টা হারিয়েছেন কিংবা মজুরি কর্তনের শিকার হয়েছেন। শিক্ষার্থী ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হবে। এছাড়া তারা কর্মক্ষেত্রে লিঙ্গ অসমতা দূর করতে পদক্ষেপ নেবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহি আদেশে কর্মক্ষেত্রের বৈচিত্র ও প্রশিক্ষণ ব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা বন্ধের নির্দেশ দেবেন।

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অভিষেক অনুষ্ঠানে দর্শক সমাগমের ‍উপর ‍নানা বিধি নিষেধ আরোপ করা হয়। ক্যাপিটল দাঙ্গার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বাড়তি কড়াকড়ি করা হয়েছে। অভিষেক অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার জন্য প্রায় ২৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।


 









আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া