করোনায় ১৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ

করোনায় ১৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ
বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় ২৩ টি খাতে ১৪.৬০ বিলিয়ন মার্কিন ডলার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।যা জিডিপির ৪.৪৪ শতাংশ। সরকারের এ পদক্ষেপের পরিপূরক হিসেবে নিয়মিত কাজ করছে এফবিসিসিআই।

এসিডি সদস্য-রাষ্ট্রগুলোর ন্যাশনাল চেম্বারের অংশগ্রহণে এশিয়া কোঅপারেশন ডায়লগের (এসিডি) চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) প্রথম ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুুয়ারি) সম্মেলনে এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম এসব কথা বলেন।

তিনি বলেন, সাপ্লাই চেইন সচল রাখা ও এমএসএমই থেকে বৃহৎ সকল খাতের জন্য ফিস্ক্যাল এবং নন-ফিস্ক্যাল নীতি সহায়তায় কাজ করছে এফবিসিসিআই। একই সঙ্গে জাতীয় বাজেটে ট্যারিফ ও ট্যাক্স সুবিধা নিশ্চিত করতে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে নিয়মিত পলিসি এডভোকেসি করছে।

তিনি আরও বলেন, এসিডি সদস্য দেশগুলোর শিল্পের জন্য কাঁচামাল, নলেজ ট্রান্সফার এবং দক্ষতা ব্যবহারের মাধ্যমে কম্পারেটিভ এডভান্টেজের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এভাবে বাংলাদেশের উৎপাদিত পণ্য এসিডি মার্কেট ও অন্যান্য দেশে রপ্তানি করে এসিডি ভ্যালু চেইনের সাথে সংযুক্ত হওয়ার উদ্যেগ নেয়া যেতে পারে।

এছাড়াও তিনি দক্ষতা উন্নয়ন, ই-কমার্স, উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি যান্ত্রিকীকরণ, সরঞ্জাম, লাইট ইঞ্জিনিয়ারিং, বীজ উন্নয়ন, কৃষি প্রযুক্তি, এনার্জি, পানি, এমএসএমই, উদ্ভাবন, স্টার্টআপ ইকোসিস্টেম, খনিজ, রাসায়নিক, অটোমোবাইল, মোটরবাইক শিল্প উপাদান, ফিশিং, সেবা খাতের শিপিং এবং ট্যুরিজম সহযোগিতায় কাজ করার কথা উল্লেখ করেছেন। এসিডি ভ্যালু চেইনের উদ্যোগে যৌথ বিনিয়োগ এবং গবেষণা, উন্নয়নের উপরও জোর দিয়েছেন তিনি।

তুরস্কের ইউনিয়ন অফ চেম্বার্স অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জেস (টিওবিবি)-এর সভাপতি রিফাত হিসারজিক্লোউলোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে তুরষ্কের বাণিজ্য মন্ত্রী, রুহসার পিকজান কী-নোট বক্তব্য প্রদান করেন। এসিডির সেক্রেটারি জেনারেল ড. পর্ঞ্চাই দানভিভাথানা সম্মেলনে বক্তব্য দিয়েছেন। এসিডির ৩৫টি সদস্য রাষ্ট্র থেকে ব্যবসায়িক নের্তৃবৃন্দ এসিডি সদস্য দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা নিয়ে বক্তব্য রেখেছেন।

এশিয়া বৈশ্বিক উৎপাদন কেন্দ্রস্থল হয়ে ওঠায় টিওবিবি’র সভাপতি তার বক্তব্যে ব্যবসায়িক সংযোগ, সহযোগিতা, মতবিনিময় এবং সংহতির উপর গুরুত্বারোপ করেছেন।

তুরস্কের বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে করোনা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি এসিডি সদস্যদের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তুরস্কের ইনভেস্টমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, আহমেত ইহসান এরদেম, তুরস্কের বাণিজ্যিক সুবিধা বিষয়ে বক্তব্য প্রদান করেন। ইকনোমিক পলিসি রিসার্চ ফাউন্ডেশন (টেপাভ)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. গুভেন সাক “ফিউচার এজেন্ডা ফর দ্যা বিজনেস কমিউনিটি ইন দ্য পোস্ট কোভিড ইরা অব দ্যা এশিয়া কোপারেশন ডায়লগ মেম্বার কান্ট্রিজ” সম্পর্কে বক্তব্য দেন।

এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ২০০২ সালে এশিয়া কো-অপারেশন ডায়লগ, একটি ইন্টার-গভমেন্ট ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়। এসিডির ৩৫ জন সদস্য দেশসমূহ আসিয়ান, সার্ক, সিকা, ওআইসি, জিসিসি, ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন এবং এসসিওসহ বিভিন্ন আঞ্চলিক সংস্থার সদস্য দেশ।

এশিয়া কোঅপারেশন ডায়লগ (এসিডি)-এর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সাইড-লাইন ইভেন্ট হিসাবে এসিডির চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) ভার্চুয়াল সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি