জাপানে আতঙ্কে মানুষ! সুপারশপগুলো খালি হয়েছে গতকালই!

জাপানে আতঙ্কে মানুষ! সুপারশপগুলো খালি হয়েছে গতকালই!
চীনের উহানের করোনাভাইরাস এখন ছড়িয়েছে বিশ্বব্যাপী। ইতোমধ্যে ৫৪টিরও বেশি দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে। এবার জাপানেও এর প্রভাব পড়েছে। জাপানে বসবাসরত বাংলাদেশীরাও এর আতংকে রয়েছে। জাপান প্রবাসী  সাংবাদিক মাহবুব মাসুম এ নিয়ে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন । তার লেখনিতে জাপানে করোনা ভাইরাসের আতংকের ছাপ ফুটে উঠেছে।

তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, জাপানে আতঙ্কে মানুষ! সুপারশপগুলো খালি হয়েছে গতকালই।নিত্য প্রয়োজনীয় জিনিস গুলোও মার্কেট থেকে নিমিষে শেষ হয়ে যাচ্ছে! আজ কয়েকটি সুপারশপে গিয়ে ফেরত আসলাম... আর মাস্ক এর কথা নাই বা বলি! ১৫ দিন থেকে ঘুরছি কিন্তু পাচ্ছি না! করোনা ভাইরাসের কারণে চীনের সাথে যোগাযোগ বন্ধ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আসছে না। সামনে কি হবে মহান আল্লাহ জানে।

এদিকে করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন, মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২ এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

সর্বশেষ নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া-কোনো মহাদেশ বাদ যায়নি এই ভাইরাসের আক্রমণ থেকে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘সর্বোচ্চ ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির ঝুঁকি নির্ণয়ে এটি সর্বোচ্চ ধাপ। সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এই ঘোষণা দেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না