টানা পতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে ভারতের পুঁজিবাজার

টানা পতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে ভারতের পুঁজিবাজার
ভারতের পুঁজিবাজার টানা পাচদিন ধরে নামার পর সেনসেক্স এবং নিফটি সূচক সামান্য উঠল। গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে অস্থিরতা দেখা গিয়েছে। এদিন একসময় বিএসই সেনসেক্স ৬৬৭.৪৬ পয়েন্ট বাড়লেও সেই উচ্চতা ধরে রাখতে পারেনি । ফলে দিনের শেষে সেনসেক্স ৭.০৯ পয়েন্ট বা ০.০১ শতাংশ উঠে অবস্থান করছে ৪৭,৭৫১.৪১ পয়েন্টে। একইরকম ভাবে এনএসই সূচক নিফটি ৩২.১০ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৪,৭০৭.৮০ পয়েন্টে।

ওএনজিসি হল সেনসেক্সে থাকা যেসব শেয়ারের দাম বেড়েছে তাদের মধ্যে শীর্ষে, এর বৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। তারপরে এই তালিকায় রয়েছে ইন্দাসিন্দ ব্যাংক, এল অ্যান্ড টি, আলট্রাটেক সিমেন্ট, টাইটান, এস বি আই এবং এনটিপিসি। অন্যদিকে যাদের দাম কমেছে তাদের মধ্যে রয়েছে কোটাক মাহিন্দ্র ব্যাংক, মারুতি, বাজাজ অটো, এইচডিএফসি ব্যাংক এবং এইচসিএল টেক।

এদিন দেশটির শেয়ারবাজারে অস্থিরতা রীতিমতো দেখা গেলেও মেটাল এবং রিয়েলটি ক্ষেত্রের সূচক ভালোই উঠতে দেখা গিয়েছে।এশিয়ার শেয়ারবাজার এদিন মোটের উপর দুর্বল ছিল। সাংহাই এবং সিওল শেয়ারবাজারে সূচক পড়েছে। তবে হংকং শেয়ারবাজার কিছুটা উঠতে দেখা গিয়েছে। ইউরোপের স্টক এক্সচেঞ্জগুলো দুপুর পর্যন্ত নিম্নমুখী ছিল।

যদিও এই সপ্তাহের শুরুতেই দিনটা একেবারেই ভাল যায়নি শেয়ারবাজারের পক্ষে। এর আগের দিন সোমবার বড় সড় ধস নামে শেয়ার সূচকে যার ফলে সেনসেক্স তিন সপ্তাহের সর্বনিম্ন পয়েন্টে নেমে এসেছিল। এই নিয়ে টানা পাঁচটি লেনদেনের দিনে শেয়ার সূচক নেমে আসতে দেখা গিয়েছিল। বিশ্বের শেয়ারবাজারের দুর্বল অবস্থা ও বন্ডের ইল্ড বৃদ্ধির পাশপাশি ফের করোনা ঘিরে লক ডাউনের আতঙ্ক দানা বাধায় শেয়ারবাজারকে টেনে নামাচ্ছে বলে মনে করা হচ্ছিল । এমনই দশা হয়েছিল সোমবার যে সূচক গত দুমাসে দিনের মধ্যে এতটা পতন আর ঘটেনি- যারফলে এক সময় সেনসেক্স এদিন ১২৬২ পয়েন্ট এবং নিফটি ৩৪৫ পয়েন্ট নেমেছিল। সেই তুলনায় মঙ্গলবার অবস্থা কিছু উন্নতি হয় যদিও দিনভর অস্থিরতা নজরে এসেছে ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া