মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, অভিবাসনবিষয়ক অপরাধে জড়িত থাকার দায়ে মিয়ানমারের এক হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থী কেউ নেই।
এদের মধ্যে অন্তত ছয়জন রাজনৈতিক আশ্রয়প্রার্থী রয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক খাইরুল জামি দাউদ এক বিবৃতিতে বলেন, সবাই ফিরে যেতে রাজি হওয়ার পরই তাদের পাঠানো হয়েছে। কোনো পক্ষের চাপে পাঠানো হয়নি। প্রত্যাবাসন করা মালয়েশিয়া এর আগেই জানিয়েছিল, ইউএনএইচসিআরের নিবন্ধিত কাউকেই প্রত্যাবাসন করবে না তারা।
ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা বা রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা নেই।
তবে ইউএনএইচসিআরকে অভিবাসন বন্দিশালায় প্রবেশের অনুমতি দেয়নি মালয়েশিয়া সরকার।
ফেরত পাঠানোদের মধ্যে অন্তত ছয়জন নিবন্ধিত ব্যক্তি রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা চীন ও কাচিন গোষ্ঠীর এবং এরা মিয়ানমারে দমনপীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছিল।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী অং সান সু চি ও অন্য শীর্ষ নেতাদের গ্রেফতার করে সামরিক বাহিনী।