বুধবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় উগান্ডা সীমান্তে এসব হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী গোষ্ঠী এডিএফ এই হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত এক বছরে দেশটিতে সন্ত্রাসীদের হাতে এ নিয়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হলো।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নর্থ কিভু প্রদেশে কার্যক্রম পরিচালনাকারী উগান্ডাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী দ্য অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। ওই জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।