শান্তিরক্ষীদের ৩ লাখ ডোজ টিকা দেবে চীন

শান্তিরক্ষীদের ৩ লাখ ডোজ টিকা দেবে চীন
জাতিসংঘ শান্তিরক্ষীদের করোনাভাইরাসের তিন লাখ ডোজ টিকা দেবে চীন। অনুদান হিসেবে এই টিকা দেওয়া হবে। এক্ষেত্রে আফ্রিকায় মোতায়েন শান্তিরক্ষীদের অগ্রাধিকার দেওয়া হবে। জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং জুন। সোমবার এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির বিরুদ্ধে লড়াই এখন বিশ্বের সবচেয়ে চাপের কাজ। জাং জুন বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের জন্য ভ্যাকসিনগুলোই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চীন টিকার ন্যায়সঙ্গত বণ্টনকে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে এর সাশ্রয়ী অভিগম্যতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। ১৫ মার্চ পর্যন্ত বেইজিং ৬৯টি দেশ এবং দুইটি আন্তর্জাতিক সংস্থাকে ভ্যাকসিন সহায়তা সরবরাহ করেছে। ২৮টি দেশে ভ্যাকসিন রফতানি করা হয়েছে। আরও অনেক দেশ ও লোকজন চীনা ভ্যাকসিন থেকে উপকৃত হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য চীন অনুদান হিসেবে টিকা দেওয়ার কথা বললেও তারা ঠিক কোন ভ্যাকসিনটি সরবরাহ করতে আগ্রহী সেটি জানানো হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৯। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া