এর আগে গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইমেজ বেসড চেক ট্রানকেশন সিস্টেম (CTS) প্রয়োগ করতে বলা হয়েছে। গত মাসে রিজার্ভ ব্যাংক দেশজুড়ে ট্রানকেশন সিস্টেম বাস্তবায়নের কথা ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুযায়ী দেশের সমস্ত ব্যাংকের শাখাকে এই ইমেজ বেসড চেক ট্রানকেশন সিস্টেম সিস্টেমের আওতায় আনা হবে। বর্তমানে ১ লাখ ৫০ হাজার ব্যাংক শাখা এটির আওতায় রয়েছে। এই পদক্ষেপটি চেকগুলোর দ্রুত নিষ্পত্তি সক্ষম করে এবং গ্রাহকসেবা উন্নত করে।
২০২০ সালের সেপ্টেম্বর থেকে আগের সমস্ত ১ হাজার ২১৯টি ECCS কেন্দ্রগুলো CTS-এর আওতায় স্থানান্তর করা হয়েছে। এখনও ১৮ হাজার ব্যাংক শাখা রয়েছে যেগুলো আনুষ্ঠানিক চেক ক্লিয়ারিং সিস্টেম থেকে পৃথক রয়েছে। এ কারণে তাঁদের গ্রাহকরা অনেক সমস্যায় পড়েছেন। তাঁদের চেক পেতেও বেশি সময় লেগে যায়। রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ব্যাংগুলোকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ সালের মধ্যে তাদের শাখাগুলিতে ইমেজ বেসড চেক ট্রানকেশন CTS সিস্টেমের আওতাভুক্ত করা নিশ্চিত করতে হবে।
চেক ট্রানকেশন সিস্টেমে চেক সংগ্রহের প্রক্রিয়াটিকে দ্রুততর করে তোলে। এটি গ্রাহকদের ভাল পরিষেবা সরবরাহ করতে সহায়তা করে। চেকের পরিমাণটি তাৎক্ষণিক ভাবে সাফ করার কারণে গ্রাহকের প্রয়োজনীয়তা সময়মতো পূরণ করা হয়। এটি ব্যয় হ্রাস করে। এটি পুরো ব্যাঙ্কিং ব্যবস্থাকে উন্নত করে।