স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গবেষণার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, লবণ ছাড়া টমেটোর জুস নিয়মিত খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের সম্ভাবনা অনেক কমে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পেতে থাকে। অন্যদিকে কার্ডিওভাসকুলার রোগ থেকে রক্ষা করে থাকে টমেটোর এই জুস।
জাপানের এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত টমেটোর জুস খাওয়ার ফলে হাইপার টেনশন হ্রাস পায়। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, এই জুসে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে। যেমন ভিটামিন-এ, ক্যালসিয়াম, ক্যারোটেনয়েড, গামা-অ্যামিনোবিউটারিক অ্যাসিড ইত্যাদি। এসব উপাদান শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ ভূমিকা পালন করে।
রক্তচাপের সমস্যা ছাড়াও ত্বক এবং চোখের সমস্যা দূর করতেও সহায়তা করে টমেটোর জুস। নিয়ম করে খাওয়ার ফলে মেটাবোলিজমও বুস্ট করে। এতে সারাদিন পরিশ্রম করার মতো প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়
সূত্র : হেলথলাইন ও মেডিকেল নিউজ টুডে