মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
সামরিক অভ্যুত্থান, ক্ষমতা দখল ও বিক্ষোভকারীদের ওপর সহিংস আচরণের জন্য মিয়ানমারের ১১ সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী সোমবার ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞা প্রস্তাবের অনুমোদন দেবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

খবরে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে যুক্ত কর্মকর্তাদের অর্থ ও অস্ত্রসংক্রান্ত কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। এরপরই এমন সিদ্ধান্তের কথা জানাল ইইউ।

নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে ওই ১১ সেনা ও পুলিশ কর্মকর্তার ইউরোপে থাকা সম্পত্তি জব্দ ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে। যদিও সেনাবাহিনীর সঙ্গে থাকা বাণিজ্য চুক্তি নিয়ে এখনই কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হতে পারে।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত টম অ্যান্ড্রুজ শনিবার দেশটিতে চলমান সহিংসতা রোধে অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্রসংক্রান্ত অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানান।

মিয়ানমার সেনাবাহিনী ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তখন দেশটির নির্বাচিত নেতা অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন্ট মিন্টসহ বহু নেতাকে আটক করা হয়। এরপর থেকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক বিক্ষোভকারী। শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার জন্য সামরিক সরকারের নিন্দা জানিয়েছে বিশ্ব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না