ট্রাম্পের বাড়ি লকডাউন!

ট্রাম্পের বাড়ি লকডাউন!



সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান বাসস্থান মার-এ-লেগো রিসোর্টের কয়েকটি অংশ লকডাউন করে রেখেছে কর্তৃপক্ষ। সেখানকার কিছু কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকে ফ্লোরিডার এই রিসোর্টটি সাবেক মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে।

রিসোর্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কর্মীদের করোনা শনাক্তের পর রিসোর্টের বিচ ক্লাব এবং একটি খাবার খাওয়ার এলাকা লকডাউন করে রাখা হয়েছে। তবে কতজন কর্মীর করোনা শনাক্ত হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে ওয়াশিংটন পোস্টকে পাঠানো এক ইমেইল বার্তায় মার-এ-লেগো কর্তৃপক্ষ জানায়, রিসোর্টটি আংশিক লকডাউনে রাখা হলেও অন্যান্য সব সুযোগ-সুবিধা চালু রয়েছে।

গত অক্টোবরে করোনায় আক্রান্ত হন ট্রাম্প। তখনও ক্ষমতায় থাকা ট্রাম্পকে সে সময় হাসপাতালে ভর্তি করে স্বল্প-মাত্রার স্টেরয়েড ‘ডেক্সামেথাসন’ প্রয়োগ করা হয়। এরপর গত জানুয়ারিতে করোনার টিকা গ্রহণ করেন ট্রাম্প।

ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারনসহ ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়।

সূত্র : বিবিসি


আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া