ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পেজ স্থগিত করল ফেসবুক

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পেজ স্থগিত করল ফেসবুক
করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পেজ স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের এক মুখপাত্র জানান, কোনো প্রমাণ ছাড়াই মাদুরো একটি ওষুধের কথা উল্লেখ করেছেন যেটির মাধ্যমে করোনাভাইরাস প্রতিকার করা যায় বলে দাবি করেছেন তিনি। খবর রয়টার্সের।

গত জানুয়ারিতে থাইম থেকে বানানো ক্যারভ্যাটিভির নামে এক ওষুধের কথা বলেন মাদুরো। এই ‘অলৌকিক’ চিকিৎসা করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে বলে দাবি করেন তিনি। যদিও চিকিৎসকরা বলছেন, মাদুরোর এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

মাদুরোর একটি ভিডিও ফেসবুক সরিয়ে নিয়েছে যেখানে তিনি এই ওষুধের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। ভিডিওতে তিনি দাবি করেন, এই ওষুধ ‘এমন কিছু যা করোনাভাইরাস প্রতিরোধের নিশ্চয়তা দেয় অথবা করোনাভাইরাস নিরাময়ের নিশ্চয়তা দেয়।’

ফেসবুকের মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুসরণ করছি যাতে বলা হয়েছে, এ মুহূর্তে করোনাভাইরাস প্রতিকারের কোনো ওষুধ নেই। আমাদের নীতিমালা বারবার ভঙ্গ করার কারণে আমরা পেজটি ৩০ দিনের জন্য স্থগিত করে রেখেছি। এ সময়ে এটি শুধু পড়া যাবে।’

তবে মাদুররোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুকের এই পদক্ষেপের আওতায় পড়বে না।

এ বিষয়ে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় তাৎক্ষনিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত ফেব্রুয়ারিরে মাদুরো অভিযোগ করেন, ক্যারভ্যাটিভির দেখানো ভিডিওগুলো ফেসবুক সেন্সর করেছে। এর আগে মাদুরো ও তার সহযোগীরা অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো তাদের সঙ্গে অন্যায় আচরণ করছে। তাদের বিভিন্ন অ্যাকাউন্ট ‘ইচ্ছামত’ বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মাদুরো ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়মিতভাবেই ব্যবহার করেন। ফেসবুক লাইভেও তার ভাষণ প্রচারিত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না