শনিবার (২৭ মার্চ) রাজ্যের খড়গপুরে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে নির্বাচন চলছে। আর তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) বাংলাদেশে গেছেন এবং বাংলার বিষয়ে বক্তৃতা করছেন। এটি পুরোপুরি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ২০১৯ সালে লোকসভার নির্বাচনে আমাদের সমাবেশে বাংলাদেশি একজন অভিনেতা অংশ নিয়েছিলেন। বিজেপি সেই সময় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এবং তার ভিসা বাতিল করে। এখানে যখন ভোট চলছে, তখন আপনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) জনগণের একাংশের ভোট চাইতে বাংলাদেশে গেছেন। তাহলে কেন আপনার ভিসা বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।
এর আগে দিনের শুরুতে মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওড়াকান্দিতে একটি মন্দিরে নরেন্দ্র মোদির পূজার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু মতুয়া সম্প্রদায়ের শত শত মানুষ ওড়াকান্দিতে বসবাস করেন। এই সম্প্রদায়ের তিন কোটির বেশি মানুষের আবাস পশ্চিমবঙ্গ; যেখানে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ক্রীড়নক হতে পারেন তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওড়াকান্দি সফরকে রাজনৈতিক হিসেবে দেখছেন অনেকেই। শনিবার সকালের দিকে ওড়াকান্দিতে এই সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বক্তৃতায় তিনি বলেন, ‘আমি এখানে কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। তারা ভাবতেও পারেননি যে, ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দি সফর করবেন।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক সময় তারা বলেন, মমতা বাংলাদেশ থেকে লোকজন আনছেন এবং অনুপ্রবেশ করাচ্ছেন। কিন্তু তিনি (নরেন্দ্র মোদি) ভোটের মার্কেটিং করার জন্য বাংলাদেশে গেছেন।