শুক্রবার (৩০ এপ্রিল) তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসতে যাচ্ছে।
গত সপ্তাহে পুনাওয়ালা বলেন, জুলাই নাগাদ সেরাম ইনস্টিটিউট মাসে ১০ কোটি করোনার টিকা উৎপাদন করতে পারবে। ইতিমধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যে করোনার টিকা ফুরিয়ে গেছে।
আদর পুনাওয়ালা বলেন, আগামী ছয় মাসের মধ্যে বছরে আড়াইশ থেকে তিনশ কোটি ডলার টিকা উৎপাদনের সক্ষমতা অর্জন করবে সেরাম।
২৩ এপ্রিল ভারতীয় নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আগেই আদর পুনওয়ালা ব্রিটেনে পৌঁছান। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতে টানা নয়দিন ধরে দৈনিক তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
শনিবার বিশ্বের সব দেশের পরিসংখ্যান ছাড়িয়ে রেকর্ড চার লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে।
মহামারির ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রাপ্তবয়স্ক সবাইকে শনিবার থেকে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মুমূর্ষু ভারতের অনেক রাজ্যেই এখন টিকার মজুদ নেই।