২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করা কৌঁসুলিদের প্যানেলে ছিলেন মোহিত ডি রাম। কমিশনকে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কাজকর্মের সঙ্গে আমার মূল্যবোধ মিলছে না। তাই সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। কমিশনের প্রতিনিধিত্ব করা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
করোনার মধ্যেই ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত বলে পর্যবেক্ষণ করেছিল মাদ্রাজ হাইকোর্ট। তারপর প্রশ্নের মুখে পড়ে ভারতীয় নির্বাচন কমিশন।
আদালতের মৌখিক পর্যবেক্ষণ যাতে সংবাদমাধ্যমে প্রকাশিত না হয়, সেজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন। তারা জানায়, অত্যন্ত অপমানজনক মন্তব্য। তা কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। কমিশনকে তিরস্কার করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, সংবাদ মাধ্যমকে শৃঙ্খলে বাঁধার চেয়ে ভালো কিছু করতে পারে সাংবিধানিক সংস্থা।