বিশ্বে অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ অস্ট্রেলিয়া। কার্বন নির্গমনের বাৎসরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ না করায় আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে অস্ট্রেলিয়া।
সিডনির র্যালিতে অংশ নিয়ে ১৭ বছরের ডেভিড সোরিয়ানো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামীর পৃথিবী নিয়ে তিনি শতভাগ শঙ্কিত। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার সরকারকে শিক্ষার্থীদের এ আন্দোলনকে নজরে নিয়ে কার্বন নির্গমন কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।
আন্দোলনকারীরা অস্ট্রেলিয়ায় নতুন করে কোনও কয়লা, তেল ও গ্যাস প্রকল্প চালু না করার আহ্বান জানান। এছাড়া, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভারতের বিতর্কিত আদানি কয়লা প্রকল্পটি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। পরিবেশের জন্য হুমকি উল্লেখ করে স্থানীয় জনগণও আগে থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন।
জলবায়ু নীতি ও কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গত মাসে বৈশ্বিক জলবায়ু শীর্ষক সম্মেলনে বড় দেশগুলো কার্বন নিঃস্বরণ কমানোর প্রতিশ্রুতি দিলেও মরিসন অস্ট্রেলিয়ার জন্য উচ্চ লক্ষ্যমাত্রা নিধারণ করেছেন। এ নিয়ে দেশে ও বিদেশে সমালোচনার মুখে পড়েন তিনি।
সূত্র : বিবিসি