ধনী দেশগুলো এখনই তাদের কাছে থাকা বাড়তি টিকা দরিদ্র দেশগুলোতে না পাঠালে টিকার লাখ লাখ ডোজ নষ্ট হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাজ্য এবং বেশ কয়েকটি দেশ এরই মধ্যে তাদের বাড়তি ডোজ দান করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে দেশগুলোকে এখন সেসব ডোজ দ্রুত সরবরাহে তাগিদ দেওয়া হচ্ছে। ধনী দেশগুলোকে ‘এখনই টিকা দান’ করতে ইউনিসেফের অনুরোধে সংহতি জানিয়েছেন বিলি আয়লিস ও ডেভিড বেকহামের মতো তারকারাও।
ইউনিসেফের কর্মকর্তা লিলি কাপরানি বলেছেন, এক পর্যায়ে সন্দেহাতীতভাবেই আমাদের আঠারো বছরের কম বয়সীদের টিকা দিতে হবে। কিন্তু এই মুহুর্তে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়া উচিত বিশ্বের ঝুকিপূর্ণ দরিদ্র দেশ ও গোষ্ঠীগুলোর।
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিলের আরেক কর্মকর্তা কাপরানি জি-সেভেন দেশগুলোকে এখনই টিকা দান করা শুরুর অনুরোধ করেছেন। পাশাপাশি পুরো বছরজুড়েই তারা যেন এই দান অব্যাহত রাখে সেই আহ্বানও জানিয়েছেন।
ইউনিসেফের এই কর্মকর্তা বলেছেন, স্বল্প আয়ের দেশগুলোকে অল্প অল্প করে হলেও করোনাভাইরাসের টিকা নিয়মিত সররবরাহ করা দরকার। ওই টিকাগুলো বিমানবন্দরের টারমাক থেকে সরাসরি যেন দেশগুলোর স্বাস্থ্যসেবা কর্মীদের হাতে পৌঁছায় সেটাও নিশ্চিত করতে হবে।