রোববার (১৩ জুন) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান তিনি। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে তুলে ধরেন মূল ঘটনা।
পরীমণির সঙ্গে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। সম্মান একটা পিঁপড়ারও আছে। পরীমণি একজন নায়িকা, হ্যাঁ বাংলা সিনেমার নায়িকা। তো!!!!!!! তার সাথে যা খুশি তাই করা যাবে। এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক, আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে সহ্য করতে হয় অসম্মান। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ।’
পোস্টের নিচে হ্যাশট্যাগ ‘জাস্টিস ফর পরীমণি’ দিয়ে ভাবনা লেখেন, ‘কার জন্যে প্রতিবাদ করব আর কার জন্যে করব না তাও আমাদের ছকে বাঁধা। কী যোগ বিয়োগের পৃথিবীরে বাবা।’
উল্লেখ্য, বনানীর নিজ বাসায় রোববার রাত সাড়ে ১০টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন পরীমণি। তিনি জানান, বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।