গত দুই দশকে তেলেগু ইন্ডাস্ট্রির যে’কজন অভিনেতা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তাদের একজন মহেশ বাবু। যার ফলে তার পারিশ্রমিকও আকাশচুম্বী। জানা গেছে, আগামী সিনেমার জন্য ৫৫ কোটি রুপি নিচ্ছেন তিনি।
ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন ত্রিভিক্রম শ্রীনিবাস। এর মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন মহেশ ও ত্রিভিক্রম। সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ‘পারথু’। এতে মহেশের বিপরীতে থাকছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে। সব কিছু ঠিক থাকলে ২০২২ সালের এপ্রিল-মে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে।
‘পারথু’ সিনেমার জন্য মহেশ বাবু ৫৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা বিবেচনা করে প্রযোজকও সেই দাবি মেনে নিয়েছেন। চলতি বছরের শেষের দিকেই শুরু হবে সিনেমাটির চিত্রায়ণ।
উল্লেখ্য, এর আগে ত্রিভিক্রম শ্রীনিবাসের পরিচালনায় দুটি সিনেমায় কাজ করেছেন মহেশ বাবু। এগুলো হলো ২০০৫ সালের ‘আতহাদু’ এবং ২০১০ সালের ‘খালেজা’।
মহেশ বাবুকে সর্বশেষ দেখা গেছে ‘সারিলেরু নিকেভভারু’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০২০ সালের জানুয়ারিতে। মাত্র ৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করেছিল আড়াই’শ কোটির বেশি। এদিকে, মহেশ বাবু বর্তমানে ব্যস্ত আছেন ‘সরকারু ভারি পাটা’ ও ‘মেজর’ সিনেমা দুটির কাজ নিয়ে।