টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলার ঘোষণা ট্রাম্পের

টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলার ঘোষণা ট্রাম্পের
টেক জায়ান্ট টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব টেক জায়ান্টের সেন্সরশিপের শিকার হয়েছেন তিনি। মামলায় কোম্পানি তিনটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের আসামি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে সমর্থকদের তাণ্ডবের পর সামাজিক যোগাযোগের প্লাটফর্মের থেকে বাতিল করে দেওয়া হয় ট্রাম্পের অ্যাকাউন্ট। এরপর থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও এসব প্লাটফর্মে ফিরতে পারেননি তিনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে মামলা দায়েরকে ‘বাকস্বাধীনতার এক চমৎকার অগ্রগতি’ বলে অভিহিত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে নিজের গলফ রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন সামাজিক যোগাযোগের কোম্পানি এবং ডেমোক্র্যাটরা ভুয়া তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, আমার ছায়া নিষিদ্ধ, নিরব করিয়ে দেওয়া, নিষিদ্ধ করা, বাতিল করার অবসানের দাবি করছি। তিনি বলেন, একটি প্রযুক্তি কোম্পানি যদি প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারে, তাহলে তারা যে কোনও কিছুই করতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া