এ বছরের শুরুতে এ হামলা চালানো হয় বলে দাবি করছে তারা। হামলায় বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে।
বিবিসি বলছে, ইইউ একটি বিবৃতি দিয়ে জানায়, এই সাইবার হামলা হয়েছে চীনা ভূখণ্ড থেকে। যুক্তরাজ্য বলছে, ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক তথ্য নেয়ার জন্য এমনটি করেছে।
ক্যালিফোর্নিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি রেন্ডি গ্রোস ম্যান জানিয়েছেন, কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে হ্যাকিং অভিযান চালিয়ে আসছে চীন। যদিও চীন বরাবরের মতো এমন অভিযোগ অস্বীকার করে আসছে।