এককালীন ন্যূনতম ৩ হাজার ২০০ ও সর্বোচ্চ ১৫ হাজার ৬০০ ডলার ভাতা পাবেন নথিবিহীন এই অভিবাসীরা। এই লক্ষ্যে নিউইয়র্কের শ্রম বিভাগ গত মঙ্গলবার (৩ আগস্ট) থেকে আবেদন নেওয়া শুরু করেছে। আবেদনপত্রে ‘ইমিগ্রেশন স্ট্যাটাস’ সংক্রান্ত কোনো প্রশ্ন নেই।
বাইডেন প্রশাসনের দেওয়া বেকারত্ব সুবিধা থেকে বাদ পড়াদের জন্য ‘এক্সক্লুডেড ওয়ার্কার প্রোগ্রামের’ আওতায় নিউইয়র্কের নথিবিহীন ২ লাখ ৯০ হাজার অভিবাসীর জন্য ২১০ কোটি ডলারের একটি তহবিল বরাদ্দ করেছে অঙ্গরাজ্য সরকার।
অঙ্গরাজ্যটির এসব অবৈধ অভিবাসীর মধ্যে ২ লাখ ১৩ হাজার নিউইয়র্ক শহরে বাস করেন। আর কুইন্সের বাসিন্দা ৫৮ হাজার; যারা মহামারির কারণে বেকার হয়েছেন। করোনায় মৃতদের পরিবারও এই অর্থের জন্য জন্য আবেদন করতে পারবেন।
স্যোশাল সিকিউরিটি কার্ড কিংবা টিন নম্বর না থাকা ছাড়াও অন্যান্য জটিলতার কারণে নথিবিহীন অভিবাসীরা ফেডারেল সরকারের সহায়তা প্রণোদনা, বেকারভাতার চেক পাননি। এসব অভিবাসী নিউইয়র্কের এককালীন ১৫ হাজার ৬০০ ডলার পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।
যাদের স্যোশাল সিকিউরিটি নম্বর নেই ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) তাদের জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিন) ইস্যু করে থাকে। এই টিন নম্বর ১৫ হাজার ৬০০ ডলার প্রাপ্তির যোগ্যতা নির্ধারণ করবে। সব যাচাই-বাছাইয়ের পর তারা এই অর্থ পাবেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় বহুলপ্রতীক্ষিত ‘এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড’ বিল পাশ হওয়ার পর হাজার হাজার নিউইয়র্কার এর জন্য আবেদন করেছেন। কিন্তু আইআরএসের শ্লথ গতি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বেশ কয়েকজন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বলছেন, আইআরএসের ধীরগতি নথিবিহীন মানুষজনের সাহায্য পাওয়াকে বিলম্বিত করেছে। সিনেটর চাক শুমার, স্টেট সিনেটর জেসিকা রামোস ও আইনপ্রণেতা কারমেন ডি লা রোজা কুইন্স শহরের আইআরএস অফিসের সামনে সমাবেশও করেছেন গত জুনে।
তাদের দাবি ছিল অবিলম্বে ধীরগতি দূর করা হোক। যাতে করে ‘এক্সক্লুডেড ওয়ার্কারস ফান্ড’ থেকে দ্রুতই ১৫ হাজার ৬০০ ডলার করে পেতে পারেন অভিবাসীরা। আইআরএস এরপর সমস্যা সমাধানে কাজ করেছে। নিউইয়র্ক রাজ্য সরকারও কিছু নিয়ম শিথিল করেছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট ডিপার্টমেন্ট অর্থ বরাদ্দে নথিবিহীন অভিবাসীদের দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে। প্রথম ক্যাটেগরির সদস্যরা ১৫ হাজার ৬০০ ডলার করে পাবেন। তাদেরকে অবশ্যই ট্যাক্স ড্যকুমেন্টস বা আইআরএস ইস্যুকৃত টিন নম্বর দাখিল করতে হবে।
দ্বিতীয় ক্যাটেগরির আবেদনকারীরা পাবেন ৩ হাজার ২০০ ডলার। তাদের টিন নম্বর না থাকলেও চলবে। তবে তাদের কাজ সংশ্লিষ্ট ট্যাক্স মেসেজ বা কাজে যাতায়াতের রেকর্ড (ট্রেন বা বাসের টিকেট) বা চাকরিদাতার দেওয়া পরিচয়পত্রের (আইডি) কপি জমা দিতে হবে।
তবে আবেদনকারীরা ফেব্রুয়ারি ২০২০ থেকে এপ্রিল ২০২১ সময়ের মধ্যে বেকার ছিলেন বা তাদের আয় অর্ধেকে নেমে গেছে, তা প্রমাণ করতে হবে। আবেদনের ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আবেদনকারীরা অর্থ পাবেন। ভিসা প্রিপেইড কার্ডের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে।