দশ বছরে অ্যাপলের শেয়ার দর বৃদ্ধি এক হাজার ২০০ শতাংশ

দশ বছরে অ্যাপলের শেয়ার দর বৃদ্ধি এক হাজার ২০০ শতাংশ
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১০ বছর পূর্ণ করেছেন টিম কুক। দায়িত্ব পরিবর্তনে পর এই ১০ বছরে অ্যাপলের শেয়ারের দাম ১ হাজার ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এ জন্য অ্যাপলের ৫০ লাখ শেয়ার পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) তথ্য অনুযায়ী, টিম কুক বেশির ভাগ শেয়ারই বিক্রি করেছেন। এতে তিনি পেয়েছেন প্রায় ৭৫ কোটি ডলার। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব নেওয়ার সময়ই এটি চুক্তির অংশ ছিল।

২০১১ সালের ২৪ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডটির দায়িত্ব হস্তান্তর করেন টিম কুকের কাছে। এর ছয় সপ্তাহ পরই মারা যান জবস। সেই সময় থেকে এখন পর্যন্ত এই দায়িত্বে রয়েছেন টিম কুক। কুক এর আগে স্টিভ জবসের অধীনে চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চুক্তি অনুযায়ী, অ্যাসঅ্যান্ডপি সূচকে অন্য প্রতিষ্ঠানের তুলনায় অ্যাপলের শেয়ার কতটা ভালো করেছে, তার ওপর এই পুরস্কার নির্ভর করেছে। এসইসিতে অ্যাপলের দেওয়া তথ্য অনুসারে, কুক এই পুরস্কারের পুরোপুরি যোগ্য। কারণ, কোম্পানিটির শেয়ার গত তিন বছরে ১৯১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পরিবর্তনে পর এই ১০ বছরে অ্যাপলের শেয়ারের দাম ১২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার। জবস যখন অ্যাপলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তখন কোম্পানিটির কর্মীসংখ্যা ছিল ৬০ হাজার ৪০০। বর্তমানে অ্যাপলের ফুলটাইম কর্মীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার। গত জুন থেকে প্রতি সেকেন্ডে ১০ হাজার ডলার মুনাফা করছে অ্যাপল।

গত বছর টিম কুক একটি নতুন বেতন প্যাকেজে সম্মত হন, যা ২০২৬ সাল পর্যন্ত থাকবে। এসইসি থেকে পাওয়া তথ্যে আরও দেখা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে টিম কুক এক কোটি ডলারের অ্যাপল শেয়ার দান করেছেন। তবে কাঁদের করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ২০১৫ সালে কুক জানিয়েছিলেন, তিনি মৃত্যুর আগে তাঁর পুরো সম্পদ বিলিয়ে দেবেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫০ কোটি ডলার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া