২০১১ সালের ২৪ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডটির দায়িত্ব হস্তান্তর করেন টিম কুকের কাছে। এর ছয় সপ্তাহ পরই মারা যান জবস। সেই সময় থেকে এখন পর্যন্ত এই দায়িত্বে রয়েছেন টিম কুক। কুক এর আগে স্টিভ জবসের অধীনে চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চুক্তি অনুযায়ী, অ্যাসঅ্যান্ডপি সূচকে অন্য প্রতিষ্ঠানের তুলনায় অ্যাপলের শেয়ার কতটা ভালো করেছে, তার ওপর এই পুরস্কার নির্ভর করেছে। এসইসিতে অ্যাপলের দেওয়া তথ্য অনুসারে, কুক এই পুরস্কারের পুরোপুরি যোগ্য। কারণ, কোম্পানিটির শেয়ার গত তিন বছরে ১৯১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পরিবর্তনে পর এই ১০ বছরে অ্যাপলের শেয়ারের দাম ১২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার। জবস যখন অ্যাপলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তখন কোম্পানিটির কর্মীসংখ্যা ছিল ৬০ হাজার ৪০০। বর্তমানে অ্যাপলের ফুলটাইম কর্মীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার। গত জুন থেকে প্রতি সেকেন্ডে ১০ হাজার ডলার মুনাফা করছে অ্যাপল।
গত বছর টিম কুক একটি নতুন বেতন প্যাকেজে সম্মত হন, যা ২০২৬ সাল পর্যন্ত থাকবে। এসইসি থেকে পাওয়া তথ্যে আরও দেখা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে টিম কুক এক কোটি ডলারের অ্যাপল শেয়ার দান করেছেন। তবে কাঁদের করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ২০১৫ সালে কুক জানিয়েছিলেন, তিনি মৃত্যুর আগে তাঁর পুরো সম্পদ বিলিয়ে দেবেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫০ কোটি ডলার।