ব্রাজিলে সিনোভ্যাকের ১ কোটি ২১ লাখ ডোজ স্থগিত

ব্রাজিলে সিনোভ্যাকের ১ কোটি ২১ লাখ ডোজ স্থগিত
ব্রাজিলের ফেডারেল স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা ‌‘আনভিসা’ চীনের সিনোভাকের উদ্ভাবিত কোভিড টিকার এক কোটি ২১ লাখ ডোজ ব্যবহার স্থগিত করেছে। সংস্থাটি শনিবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এসব টিকা তৈরি হয়েছে অননুমোদিত এক কারখানায়।

আনভিসা জানিয়েছে, সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট শুক্রবার তাদেরকে এ ব্যপারে জানানোর পর তারা সতর্কতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে। টিকা স্থানীয়ভাবে ভায়ালসে ভরে প্যাকেটজাত করার জন্য বুটানটান ইনস্টিটিউট সিনোভ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ।

সিনোভ্যাকের পক্ষ থেকে ব্রাজিলে পাঠানো টিকার ২৫টি ব্যাচ অর্থাৎ এক কোটি ২১ লাখ ডোজ ওই কারখানায় তৈরি করা হয়েছে জানিয়ে আনভিজা বলেছে, ‌‌তারা ওই উৎপাদন ইউনিটটি পরিদর্শনও করেনি এবং এসব টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেয়নি।

আনভিসা জানিয়েছে, এসব টিকা নিয়ে কোনো মানুষ যাতে সম্ভাব্য ঝুঁকির মুখে না পড়েন, তাই সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে তারা এই স্থগিতাদেশ দিয়েছে। বুটানটান সংস্থাটিকে আরও জানিয়েছে, একই কারখানায় আরও ৯০ লাখ টিকা উৎপাদিত হয়েছে এবং সেই টিকাগুলোও ভায়ালসে ভরে প্যাকেটজাত করার জন্য ব্রাজিলের পথে রয়েছে।

৯০ দিনের এই স্থগিতাদেশের সময় আনভিসা ওই কারখানাটি পরিদর্শন করতে চাইবে এবং পরিদর্শন করে দেখে টিকাগুলোর উৎপাদন প্রক্রিয়ায় সুরক্ষা সংক্রান্ত আরও কোনো ঘাটতি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার চেষ্টা করবে বলে জানিয়েছে।

চলতি বছরের শুরুতে ব্রাজিলে টিকাদান কর্মসূচি শুরু হয়। বেশিরভাগ মানুষ চীনের সিনোভ্যাকের তৈরি কোভিড টিকা নিয়েছেন। উল্লেখ্য করোনায় বিপর্যস্ত দেশ ব্রাজিলে শনিবার ২১ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৬৯২ জনের।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া