বুধবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সের সময় তিনি এ কথা বলেন।
অ্যালিসন ডাভিডিয়ান বলেছেন, তালেবান নারী অধিকার নিয়ে বারবার একই বিবৃতি দিচ্ছে। তারা বলছে, ইসলামের আলোকে তারা নারীদের সম্মান জানাবে। কিন্তু প্রতিদিনই আমরা নারী অধিকার নিয়ে বিপরীত খবর পাচ্ছি।
তিনি আরও বলেন, আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি কিছু প্রদেশে নারীদের কাজে যাওয়াও বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে মঙ্গলবার তালেবান যে সরকারের ঘোষণা দিয়েছে সেখানে কোন নারীকে রাখা হয়নি।
এ প্রসঙ্গে অ্যালিসন বলেন, মঙ্গলবার সরকার গঠনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা যে সত্যিকার অর্থে ব্যাপক ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ গোটা বিশ্বকে তা দেখাতে ব্যর্থ হয়েছে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শাসনামলে নারী অধিকারে কঠোর বিধি নিষেধ আরোপ করেছিল তালেবান। অধিকাংশ নারী ও নারী অধিকারকর্মী তালেবানের সেই পূর্বনীতি বাস্তবায়নেরই আশঙ্কা করছে।