ফের বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো

ফের বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো
চার বছর পর আবারো উচ্চপর্যায়ের অর্থনৈতিক আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। প্রেসিডেন্ট জো বাইডেন ও আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের শীর্ষ উপদেষ্টারা এ আলোচনায় অবকাঠামো, বাণিজ্য ও অভিবাসনের মতো উভয় দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বারাক ওবামা প্রশাসনের অধীনে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে এ আলোচনা বন্ধ হয়ে যায়। সেই সময় ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ককে জটিল করে তুলেছিল।

সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এ আলোচনা শুরু করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আলোচনায় তিনি মেক্সিকোর প্রতিনিধি দলকে ‘আমাদের বন্ধু, আমাদের অংশীদার’ উল্লেখ করে দুই দেশের সম্পর্ক উন্নত করার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, কভিড-১৯ মহামারী মোকাবেলা, জলবায়ু পরিবর্তন, সাইবার হুমকি ও সরবরাহ চেইনে ব্যাঘাত আমাদের উভয়ের জন্য উচ্চ অগ্রাধিকার। মেক্সিকো আমাদের নিকটতম প্রতিবেশী, কৌশলগত অংশীদার এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্কগুলোর একটি। মেক্সিকোর অর্থনৈতিক স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া