চলতি বছর ঘুরে দাঁড়িয়েছে মার্কিন অর্থনীতি

চলতি বছর ঘুরে দাঁড়িয়েছে মার্কিন অর্থনীতি
গত বছর অন্যান্য বড় অর্থনীতির মতো মার্কিন অর্থনীতিও সংকুচিত হয়েছে। তবে এ বছর তারা বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। কর্মসংস্থানও বাড়ছে দ্রুতগতিতে, যদিও আগস্ট মাসে কর্মসংস্থানের হার আশানুরূপ ছিল না। তবে এই মুহূর্তে দেশটির মূল্যস্ফীতির হার ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে, ৫ দশমিক ৩ শতাংশ। বাজারে চাহিদা বৃদ্ধি, ক্রমবর্ধমান জ্বালানি মূল্য ও সরবরাহব্যবস্থায় ঘাটতির কারণে মূল্যস্ফীতি বাড়তি বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

তবে সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তি সঞ্চয় করছে বলেই মনে করে দেশটির ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি)। যেসব খাত মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু ডেলটা প্রজাতির বাড়বাড়ন্তের কারণে পুনরুদ্ধারের গতি কিছুটা কম।

এফওএমসি মনে করছে, মার্কিন অর্থনীতি এখনো ভাইরাসের গতি-প্রকৃতির ওপর নির্ভর করছে। পণ্যমূল্য ও কর্মসংস্থান স্বাভাবিক ধারায় না ফেরা পর্যন্ত মুদ্রানীতির লাগাম শিথিল রাখা হবে বলে জানিয়েছে তারা।

ফেড এখন দুটি লক্ষ্য নিয়ে কাজ করছে—মূল্যস্ফীতির হার ২ শতাংশের মধ্যে রাখা এবং সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা। ফলে সহায়তা আরও কিছুদিন দিয়ে যেতেই হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া