তবে সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তি সঞ্চয় করছে বলেই মনে করে দেশটির ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি)। যেসব খাত মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু ডেলটা প্রজাতির বাড়বাড়ন্তের কারণে পুনরুদ্ধারের গতি কিছুটা কম।
এফওএমসি মনে করছে, মার্কিন অর্থনীতি এখনো ভাইরাসের গতি-প্রকৃতির ওপর নির্ভর করছে। পণ্যমূল্য ও কর্মসংস্থান স্বাভাবিক ধারায় না ফেরা পর্যন্ত মুদ্রানীতির লাগাম শিথিল রাখা হবে বলে জানিয়েছে তারা।
ফেড এখন দুটি লক্ষ্য নিয়ে কাজ করছে—মূল্যস্ফীতির হার ২ শতাংশের মধ্যে রাখা এবং সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা। ফলে সহায়তা আরও কিছুদিন দিয়ে যেতেই হবে।