‘তুর্কমেনিস্তানে কোনো করোনা রোগী নেই’

‘তুর্কমেনিস্তানে কোনো করোনা রোগী নেই’
করোনা মহামারির দুই বছর হতে চলল, গোটাবিশ্ব যখন করোনায় জড়সড় তখন তুর্কমেনিস্তানে কোনো করোনা রোগী নেই বলে দাবি করছে দেশটি। যদিও অধিকারকর্মীরা বলছেন, এটি মিথ্যা। সিএনএনের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

২০০৬ সাল থেকে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখমাদভ দেশে করোনা আক্রান্তের রিপোর্ট ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এবং মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বলেন, মহামারি নিয়ে রাজনীতিকরণ করা উচিত নয়।

মধ্য এশিয়ার দেশটি দাবি করছে, সেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো সংক্রমণ হয়নি। একসময় সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা দেশটিতে এখন জনসংখ্যা ৬০ লাখের কাছাকাছি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের অন্তত পাঁচটি দেশ যেখানে করোনার সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, তুর্কমেনিস্তান তাদের একটি। এর মধ্যে তিনটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিচ্ছিন্ন দ্বীপ এবং চতুর্থটি উত্তর কোরিয়া।

কিন্তু স্বাধীন সংগঠনগুলোসহ অধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীরা দাবি করছেন, তুর্কমেনিস্তানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছিল এবং বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয় এবং মারাও যান।

নেদারল্যান্ডসভিত্তিক একটি গণমাধ্যম তার্কমেন নিউজ বলছে, দেশটির শিক্ষক, চিকিৎসকসহ ৬০ জনের বেশি মানুষ করোনায় মারা গেছেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না