করোনা মধ্যে বিশ্ব অর্থনীতিতে মিশ্র প্রতিক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ভারতের সবচেয়ে বড় সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান টিসিএসের হতাশাজনক আয়ের খবর ছড়িয়ে পড়েছে শেয়ারবাজারে। এসবের মধ্যেও ভারতের শেয়ারবাজারে সোমবার (১১ অক্টোবর) সেনসেক্স সূচকের এই ব্যাপক উত্থান।
এদিকে ভারতের শেয়ারবাজারে সোমবার ৭৩ দশমিক ৩৩ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। অপরদিকে এদিন ২৬ দশমিক ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
এছাড়া স্টার্লিং অ্যান্ড উইলসন সোলার লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এমন খবরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রায় ১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এদিন ১২টার সময় ভারতের শেয়ারবাজারে সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় রয়েছে মারুতি সুজুকি। এসময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে কোটেক ব্যাংক। ব্যাংকটির শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৯৬ শতাংশ।
এদিন দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো: এনটিপিসি লিমিটেড, পাওয়ার গ্রিড, বাজাজ ফিনসার্ভ, মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ অটো, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং আইটিসি।
অপরদিকে শেয়ারদর সর্বোচ্চ কমার তালিকায় রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫৫ দশমিক ৫১ শতাংশ। দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টেক মাহিন্দ্রা। এই কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ১০ শতাংশ।
দর কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো: এইচসিএল টেক, ভারতী এয়ারটেল, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার এবং লার্জেন অ্যান্ড টিউবরো।
এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের নাসডাক সূচকের পতনে চলছে লেনদেন। সূচকটি ৭৪ দশমিক ৪৮ পয়েন্ট বা ৫১ শতাংশ কমে দাড়িয়েছে ১৪ হাজার ৫৭৯ দশমিক ৫৪ পয়েন্টে। এছাড়া এশিয়ার বাজারের নিফটি সূচকটি ১১৭ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৮ হাজার ১০ দশমিক ২০ পয়েন্টে দাড়িয়েছে।