মাসখানেক আগে লকডাউন শুরু হওয়ার পর সোমবার তারা প্রথম কাজে ফিরলেন বলে মাদ্রিদের আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন।
লকডাউন পরিস্থিতির দ্বিতীয় মাস শুরু হতে চলায় স্পেন সরকার কিছু বিধি-নিষেধ শিথিল করেছে। অবকাঠামো ও ম্যানুফ্যাকচারিং শিল্পের মতো যে সব খাতের কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারেন না তাদের কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
তবে দোকানপাট, বার ও রেস্তোরাঁসহ জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।
বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি যেসব দেশ আক্রান্ত হয়েছে সেগুলোর অন্যতম স্পেন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার মানুষ, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং শুধু যুক্তরাষ্ট্রের চেয়ে কম।
করোনাভাইরাসে স্পেনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০ জন। সোমবার গত তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু রেকর্ড হয়েছে দেশটিতে, বিগত ২৪ ঘণ্টায় সে দেশে মারা গেছে ৫১৭ জন।