8194460 চীনে বৈদেশিক বিনিয়োগ ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াবে - OrthosSongbad Archive

চীনে বৈদেশিক বিনিয়োগ ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াবে

চীনে বৈদেশিক বিনিয়োগ ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াবে
চলতি বছর শেষে চীনে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ১ ট্রিলিয়ন ইউয়ান বা ১৬ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এর মাধ্যমে চলতি বছরের জন্য দেশটি বৈদেশিক বিনিয়োগ স্থিতিশীলের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে জানা গেছে।

জাতিসংঘ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথমার্ধে বিশ্বে বৈদেশিক বিনিয়োগের হার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বিনিয়োগ বিভাগের পরিচালক জং চ্যাংকিং বলেন, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ২৫ শতাংশ বেড়েছে, যা পারতপক্ষে চীনে বিনিয়োগের প্রায় সমান।

প্রতিবেদনে আরো বলা হয়, বছরজুড়ে বিভিন্ন দেশের মধ্যে বিনিয়োগের পরিমাণ প্রত্যাশার চেয়ে ভালো হবে এবং করোনা-পূর্ববর্তী সময়ের রেকর্ড ছাড়িয়ে যাবে। পারতপক্ষে একটি বিষয় প্রতীয়মান হয় যে, চীনের অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশীল ও চলমান রয়েছে।

সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর চীনের অর্থনীতি ৮ দশমিক ৫ শতাংশ বাড়বে, এপ্রিলে পূর্বাভাসের তুলনায় যা শূন্য দশমিক ৪ শতাংশ বেশি। চীন সরকার প্রদত্ত তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথম তিন প্রান্তিকে চীনের জিডিপি গত নয় বছরের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

চীনে বৈদেশিক বিনিয়োগের বিষয়ে আশা ও আস্থা স্থিতিশীল অবস্থায় ফিরে আসছে বলে জানিয়েছেন জং চ্যাংকিং। সম্প্রতি প্রকাশিত এক জরিপের তথ্যানুযায়ী, বৈদেশিক অর্থায়নে পরিচালিত তিন হাজার প্রতিষ্ঠানের মধ্যে ৯৩ দশমিক ৩ শতাংশ ভবিষ্যতে চীনে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির বিষয়ে আশাবাদী।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না