মডার্না ইনকরপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল বার্টন বলেন, বিদ্যমান ভ্যাকসিনগুলোকে ফাঁকি দিতে পারে করোনার এই নতুন ধরন। সেকারণে ২০২২ সালের শুরুতে নতুন করে ভ্যাকসিন আনবে প্রতিষ্ঠানটি।
এছাড়া নতুন ভ্যাকসিন নিয়ে আসার আগে বর্তমানের ভ্যাকসিনগুলো ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর তাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
নাসডাক সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাইতেও কোম্পানিটির শেয়ারদর ছিলো ২১৯.৩৭ ডলারে। করোনার ভ্যাকসিন তৈরির খবরে এর আগেও কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। তবে আবার নতুন করে ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন আনার খবরে বাড়ছে কোম্পানিটির শেয়ারদর।
আরও জানা যায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ারদর গত এক বছরে ২০১ দশমিক ৯ শতাংশ এবং গত পাঁচ বছরে ১৬৭২ দশমিক শতাংশ বৃ্দ্ধি পায়। করোনার মধ্যেও ভালো অবস্থানে রয়েছে কোম্পানিটির শেয়ারদর।
এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাসডাকে তালিকাভুক্ত অন্য কোম্পানিগুলোর মধ্যে টেসলার শেয়ারদর কমেছে ৩ দশমিক ০৫ শতাংশ। এছাড়া অ্যাপেলের দর কমেছে ৩ দশমিক ১৭ শতাংশ এবং মাইক্রোসফট কর্পোরেশন কমন স্টকের (এমএসএফটি) শেয়ারদর কমেছে ২ দশমিক ৪৪ শতাংশ।