পারমানবিক অস্ত্রের বিস্তার রোধে শক্তিধর পাঁচ দেশের সম্মতি

পারমানবিক অস্ত্রের বিস্তার রোধে শক্তিধর পাঁচ দেশের সম্মতি
পারমানবিক অস্ত্রের বিস্তার রোধ এবং যুদ্ধ থেকে বিরত থাকতে সম্মত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স। সোমবার (৩ জানুয়ারি) পারমানবিক শক্তিধর পাঁচ দেশের যৌথ বিবৃতি প্রকাশ করেছে দ্য ক্রেমলিন।

বিবৃতিটি এমন সময়ে প্রকাশিত হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার নীরব যুদ্ধ এবং চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য চলছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো বলছে, পারমানবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজা করা প্রয়োজন। তারা বলছে, ‘আমরা নিশ্চিত যে পারমানবিক যুদ্ধে কখনোই জয়ী হওয়া যাবে না এবং কখনোই যুদ্ধে জড়ানো উচিৎ নয়’।

আগ্রাসন এবং যুদ্ধ এড়িয়ে পারমানবিক অস্ত্র যেন শুধুমাত্র প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা হয় তা নিশ্চিত করতে চায় শক্তিধর রাষ্ট্রগুলো।

পারমানবিক অস্ত্র প্রথমেই ব্যবহারে চীনের ‘না নীতি’ আছে জানিয়ে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাঝাও সু বলেছেন, ‘যৌথ বিবৃতি পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে’।

বিবৃতিতে ফ্রান্স জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক পন্থা অব্যাহত রাখবে।

বিভিন্ন সময় চীন ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। -রয়টার্স

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া