অ্যাপলের শেয়ার দরে সর্বোচ্চ রেকর্ড

অ্যাপলের শেয়ার দরে সর্বোচ্চ রেকর্ড
অ্যাপল এখন তিন লাখ কোটি ডলারের কোম্পানি। সোমবার (৩ জানুয়ারি) অ্যাপলের বাজার মুল্য ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। কোম্পানিটির শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে সর্বকালীন রেকর্ড ১৮২ দশমিক ৮৮ ডলারে উঠে যায় গতকাল। আর তাতেই কোম্পানির বাজার মূল্য ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়।

এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে অ্যাপলের বাজার মূল্য ১ লাখ কোটি ডলার এবং ২০২০ সালের আগস্ট মাসে ২ রাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। এদিকে ২০২১ সালে অ্যাপলের শেয়ারের দাম ৩৫ শতাংশ বেড়েছে।

মূলত নতুন ফোন সেট আইফোন ১৩-এর ভালো বিক্রি হওয়ায় ব্যবসা বেড়েছে অ্যাপলের। এ ছাড়া অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি+ ও আইক্লাউডের মতো সেবার বিক্রি বেড়েছে অ্যাপলের। এসবের কল্যাণে অ্যাপলের বাজার মূল্য এতটা বেড়েছে।

বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। এ সময় তার মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩০০ কোটি ডলার। সব মিলিয়ে কোম্পানির হাতে আছে এখন ১৯ হাজার ১০০ কোটি ডলার ডলার।

অবশ্য শিগগিরই আরও কিছু কোম্পানি ৩ লাখ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করতে পারে। এখন মাইক্রোসফটের বাজার মূল্য আড়াই লাখ কোটি ডলার। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজার মূল্য ২ লাখ কোটি ডলার। তবে আমাজন এখনো কিছুটা পিছিয়ে আছে। তার বাজার মূল্য ১ লাখ ৭০ হাজার কোটি ডলার। আর ইলন মাস্কের টেসলার বাজার মূল্য ১ লাখ ২০ হাজার কোটি ডলার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া